আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সৈয়দপুরে মাইক্রোবাসে ফেনসিডিল বহনকালে নারীসহ দুইজন গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ১১:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@১১:৩৫ অপরাহ্ণ
সৈয়দপুরে মাইক্রোবাসে ফেনসিডিল বহনকালে নারীসহ দুইজন গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে বাইপাস সড়কে ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস আটকের পর নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড় এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর শহরের বানিয়াপাড়া গ্রামের শিমুল মিয়া (৪৮) ও নীলফামারী জলঢাকার রিপনের স্ত্রী মুক্তা (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈয়দপুর বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ের দক্ষিন দিকে ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯৭ পিস ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তবে মাইক্রোবাসের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাইপাস সড়ক থেকে মাইক্রোবাসটি দিনাজপুরের দিকে মোড় নিলে টহল পুলিশের সামনে পড়ে। গাড়ির চালক পালালে সন্দেহ বেড়ে যায় এবং তল্লাশি করে ১৯৭ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights