আজ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভিক্ষের টাকায় হজে যাচ্ছেন লালমনিরহাটের কফিল উদ্দিন

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ জুন ২০২৩ @ ১২:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@১২:৪৩ অপরাহ্ণ
ভিক্ষের টাকায় হজে যাচ্ছেন লালমনিরহাটের কফিল উদ্দিন

।।স্টাফ রিপোর্টার।।

হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামি তীর্থযাত্রা। হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত, যা এটি করতে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তাদের অনুপস্থিতিতে ঘরে তাদের পরিবারকে ভরণপোষণ করতে সক্ষম এমন সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয়। কিন্তু এবার এই অসম্ভবকে সম্ভব করলেন কফিল উদ্দিন নামের লালমনিরহাটের একজন ভিক্ষুক।

৪ বছর ভিক্ষা করে টাকা সংগ্রহ করে হজে যাচ্ছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার রুহানি নগর এলাকার কফিল উদ্দিন ওরফে ‘টাংরু ফকির’।

আজ থেকে প্রায় ১৫ বছর আগে ক্যান্সারের কারণে তাঁর দুটি পা কেটে ফেলতে হয়। এরপর তিনি অনেকটা বাধ্য হয়েই ভিক্ষা বৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেন। অনেক কষ্টে একটি হুইল চেয়ার সংগ্রহ করে তাতেই ভিক্ষা করে বেড়াতেন কফিল উদ্দিন।

কিন্তু তাঁর মনে প্রবল নিয়ত ছিলো মুসলমানদের পবিত্র ভূমিতে গমণ করে পবিত্র হজ পালন করবেন। সে লক্ষ্যে হজ করার জন্য যে পরিমান টাকার প্রয়োজন তা তিনি চার বছর ভিক্ষা করে সংগ্রহ করেন।

অতঃপর সেই ভিক্ষে করা টাকায় আগামী ২২/০৬/২০২৩ ইং তারিখে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওয়ানা করবেন।

তিনি আত্নীয়-স্বজন, গ্রামবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করে বলেন- সৎ নিয়ত থাকলে সবি সম্ভব। আল্লাহ আমাকে বিশেষ রহমত দান করেছেন। তাই হয়তো আমার দ্বারা হজ সম্ভব হচ্ছে। আল্লাহ যেন আমাকে কবুল করে নেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights