আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেষ দু’বছর এক চোখে খেলেন ডিভিলিয়ার্স

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৮ ডিসেম্বর ২০২৩ @ ১০:৫৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ ডিসেম্বর ২০২৩@১০:৫৮ পূর্বাহ্ণ
শেষ দু’বছর এক চোখে খেলেন ডিভিলিয়ার্স

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এ বি ডিভিলিয়ার্স এত দিনে পরিষ্কার করে জানিয়েছেন তাঁর সরে দাঁড়ানোর কারণ। যা রীতিমতো চমকে ওঠার মতো।

বছর পাঁচেক আগে তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কেন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন এ বি ডিভিলিয়ার্স? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান এত দিনে পরিষ্কার করে জানিয়েছেন তাঁর সরে দাঁড়ানোর কারণ। যা রীতিমতো চমকে ওঠার মতো। ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর ডান চোখের রেটিনা সরে গিয়েছিল। যে কারণে তাঁর দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল।

ডিভিলিয়ার্স বলেছেন, আমার বাচ্চা হঠাৎ আমার ডান চোখে লাথি মেরে বসেছিল। তার পরে দৃষ্টিশক্তি কমতে থাকে। আমার চোখের অস্ত্রোপচার হওয়ার পরে ডাক্তার জানতে চান, কী ভাবে ওই অবস্থায় আমি ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছিলাম? আমার ভাগ্য ভাল, শেষ দু’বছর আমার বাঁ-চোখটা কাজ চালিয়ে দিয়েছিল।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন ডিভিলিয়ার্স। তবে আইপিএল খেলছিলেন তিনি। ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights