আজ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের টাকা লুটপাটকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ১০:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@১০:০৯ অপরাহ্ণ
ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের টাকা লুটপাটকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ার ঐতিহ্যবাহী জোড়া শিব মন্দির সংস্কার ও উন্নয়নের নামে অর্থের অপব্যবহার, আত্মসাৎ ও মন্দিরের ৫ বিঘা (দিঘী) পুকুরের মাছ লুটপাটের অভিযোগে মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাসের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৫ জুলাই) বিকালে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করে।

মানববন্ধনে কালীপদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রহিম, জগদীশ চন্দ্র দাশ, নেপাল কুমার দাশ, সাধু দাশ, দেবেদ্র নার্থ দাশ অভিজিৎ কুমার দাশ, বরুন কুমার দাশ, বিশ্ব নার্থ দাশ, মাস্টার মোহন রায়, মো. আকরাম আলী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে কোনো কমিটি ছাড়াই মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাস মন্দিরের সম্পত্তি নিজেদের বাপ-দাদার সম্পত্তির মতো ব্যবহার করে আসছে। মন্দিরের ৫ বিঘা (দীঘি) পুকুরে মাছ চাষ করে নিজেদের পুকুর ও ঘেরে নিয়ে ছেড়েছে । মন্দির সংস্কারের নামে জেলা পরিষদ থেকে নেওয়া টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সময়ে মন্দিরের টাকা পয়সার হিসেব না দিয়ে তারা নিজেদের মতো করে অপব্যবহার করে আসছে। এক কথায় তারা গায়ের জোরে মন্দির দখল করে রেখেছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা করছে।

মানববন্ধনে মনোরঞ্জন, চিরন্তন দাস ও বাদল চন্দ্র দাসের শাস্তির দাবিতে পুলিশ প্রসাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights