আজ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ চার কারবারি আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০৫:৫০ অপরাহ্ণ
শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ চার কারবারি আটক

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুর সদরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ চার কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১৫০ বস্তা ভারতীয় চিনি।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী এলাকা থেকে কারবারিদের ও চিনিসহ ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চিনির মালিক মানিক মিয়া ও আইয়ুব আলী জামালপুরের লাঙ্গলজোরা এলাকার বাসিন্দা। আর দুই গাড়ী চালক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জের কালিবাড়ী গ্রামের নওশের আলীর ছেলে আনিস (২৮) ও ময়মনিসংহের ফুলপুর উপজেলার আঃ রহমানের ছেলে নাজমুল হোসেন (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনিট্রাক নং ঢাকা মেট্টো-ড-১১-৭৮৮৪, পিকআপ ঢাকা মেট্টো-ন-২১-৪১৫৯ ও ঢাকা মেট্টো-ন-১৯-২৭১৪ যোগে ময়মনসিংহের ধুবাউরা থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিলো।

শনিবার সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাক ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক, আইয়ুব আলী, ট্রাক চালক নাজমূল, আনিসসহ চারজনকে আটক করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী চিনিগুলো জামালপুরের লাঙ্গলজোরা নিয়ে যাচ্ছিলো। দীর্ঘদিন ধরেই তারা ময়মনসিংহের ধুবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনাবেচা করে আসছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights