আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে দীপাবলির শুভেচ্ছা বিএসএফের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৫:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৫:৪৭ অপরাহ্ণ
হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে দীপাবলির শুভেচ্ছা বিএসএফের
ছবি- বিডিহেডলাইন্স

।।দিনাজপুর প্রতিনিধি।।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান দীপাবলি উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফের ১৫১ গেইট কোম্পানি জিতু দেওরি ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন বিজিবি অহিদুল ইসলামের হাতে। এসময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অহিদুল ইসলাম বলেন, সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ-সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বজায় রাখতে দুই দেশের ধর্মীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান গুলোতে একে অপরকে মিষ্টি উপহার দেয়ার রেয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। এরই অংশ হিসেবে ভরতের বিএসএফ সদস্যরা দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights