আজ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ক্রিশ্চিয়ানো রোনালদো গোল উৎসবে মাইলফলকের ম্যাচ রাঙালেন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ১১:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@১১:১৬ পূর্বাহ্ণ
ক্রিশ্চিয়ানো রোনালদো গোল উৎসবে মাইলফলকের ম্যাচ রাঙালেন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আল নাসেরের পরিত্রাতা! যেই ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা গোলবঞ্চিত থাকেন, সেই ম্যাচে পরাজয়ের স্বাদ নেয় তার ক্লাবও। অবশেষে সৌদি প্রো লিগে গোলের দেখা পেয়েছেন তিনি, তাতে তার দলও জয় স্বাদ নিয়েছেন। এদিন গোল করে ও করিয়ে মাইলফলকের ম্যাচ রাঙিয়েছেন রোনালদো।

শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন দিনে রোনালদো নিজেও দারুণ উজ্জীবিত ছিলেন। আল আউয়াল পার্কে আল রিয়াদকে ৪-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এদিন গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও এক গোল করিয়েছেন।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল নাসর। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে আল-নাসর। অন্যদিকে পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পেরেছে আল-রিয়াদ।

ম্যাচের ৩১তম মিনিটেই দলকে গোল করে এগিয়ে দেন রোনালদো। সাদিও মানের ক্রসে দারুণ ট্যাপে লক্ষ্যভেদ করেন ‘সিআর সেভেন।’

এরপর ম্যাচের ৪৫তম মিনিটে ব্যবধান বাড়ান ওটাভিও। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে গ্লোবাল ওয়ানরা। ম্যাচের ৬৭তম মিনিটে অ্যান্ডারসন তালিসকা বাড়ান ব্যবধান। এক মিনিট পর আন্দ্রে গ্রে নাসরের জাল খুঁজে নিয়ে কমান ব্যবধান। তবে তাতে হার এড়াতে পারেনি আল রিয়াদ।

ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নাসরকে জয় এনে দেন অ্যান্ডারসন তালিসকা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights