আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শরীয়তপু‌রে নদী থে‌কে অজ্ঞাত নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩@০৩:৩০ অপরাহ্ণ
শরীয়তপু‌রে নদী থে‌কে অজ্ঞাত নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধর
ছবি- ফাইল ছবি

নয়ন দাস
শরীয়তপুর প্রতি‌নি‌ধি।।

শরীয়তপুরের কৃ‌র্তিনাশা নদী থে‌কে অজ্ঞাত এক নারীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দি‌কে আংঙ্গা‌রিয়া ইউ‌নিয়‌নের পাকারমাথা কৃর্তিনাশা নদী থে‌কে অর্ধগ‌লিত মর‌দেহ‌ উদ্ধার করা হয়।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেজবাহ উ‌দ্দিন আহ‌ম্মেদ ব‌লেন, আজ সকালে স্থানীয়রা নদীতে এক‌টি মর‌দেহ ভাস‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে এক নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার ক‌রে। মর‌দেহের ময়নাতদন্তের জন‌্য শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। লা‌শের এখ‌নো প‌রিচয় পাওয়া যায়‌নি। তদন্ত চল‌ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights