আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনঃ ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনঃ ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন

।।নিজস্ব প্রতিবেদক।।

রাত পোহালেই ভোট। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন(ইসি)। আগামীকাল বুধবার সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। এবারই প্রথম রাজশাহী সিটি নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে।

বেলা ১১টার দিকে মহানগরীর নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন আইন শৃঙ্খলা বাহীনির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারেরা নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান।

এ সময় তিনি জানান- অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হবে। কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে করা হবে না। ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বিজিবি র‌্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যদের সমন্বয়ে ৫স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২৫০জন র‌্যা্ব ও বিজিবির ১০প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩হাজার ৫১৪জন পুলিশ, ১হাজার ৯৩৫আনসার সদস্য। থাকবেন ৩০বজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০বজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩হাজার ৬‍‍শত ১৪জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১হাজার ৭শত ৩০টি।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান- নির্বাচনে জোরালে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে ১৫৫ টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮ টি। নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪জন। সাধারণ ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২জন ও সংরক্ষিত ১০ টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬জন। তবে সাধারণ ওয়ার্ডের ১ টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩লাখ ৫১হাজার ৯৮২জন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights