আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১০ বছর বয়সে পাইলট সাবরিনা গনজালেয

১০ বছর বয়সে পাইলট সাবরিনা গনজালেয

“সাইদুল ইসলামের পোষ্ট থেকে নেওয়া”


ছবির মানুষটির নাম সাবরিনা গনজালেয পাস্তারস্কি, পেশায় একজন পদার্থ বিজ্ঞানী। আগামী ৩ জুন তার বয়স হবে ৩০ বছর।

আমেরিকান এই নারী মাত্র ১০ বছর বয়সে বিমান চালানো শিখেছেন। ১৩ বছর বয়সে নিজস্ব মেধায় বিমান বানানো শুরু করেন এবং ১৬ বছর বয়সে সেই বিমানে সফল উড্ডয়ন করেন।

২০১৯ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

আমাদের তরুণরা যখন সামান্য একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া, তিনি তখন মার্কিন গবেষণা সংস্থা নাসার দেয়া বিশাল চাকরির অফারও ফিরিয়ে দিয়েছেন!

আসুন ব্রেনের উদ্ভাবনী শক্তি এবং কারিগরি ট্রেডে নিজের মেধাকে কাজে লাগাতে চেষ্টা করি। হিংসাত্বক রাজনৈতিক কালো থাবা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান কম দেখুন

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights