আজ ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বাইডেনের দাঁতে ব্যাথা, হবে রুট ক্যানাল

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ জুন ২০২৩ @ ০৩:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুন ২০২৩@০৩:০৫ অপরাহ্ণ
বাইডেনের দাঁতে ব্যাথা, হবে রুট ক্যানাল

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাঁতে রুট ক্যানাল করা হবে। সোমবার হোয়াইট হাউজেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক।

৮০ বছরের বাইডেন রবিবার দাঁতে ব্যাথা অনুভব করেন। সেদিনই তার পরীক্ষা করানো হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক ডা. কেভিন ওকনোর। বাইডেনের এক্সরে এবং রুট ক্যানালের আগাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে বাইডেনের ব্যাথা আরও তীব্র হয়। সেই কারণে রুট ক্যানাল প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ডা. ওকনোর জানিয়েছেন, প্রেসিডেন্ট জানিয়েছেন তার নিচের ডান দিকের দাঁতে ব্যাথা করছে।

রবিবারের পরীক্ষা সম্পন্ন করে ওয়াল্টার রিড সামরিক মেডিক্যাল সেন্টারের দাঁতের চিকিৎসকদের দল। হোয়াইট হাউজেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন তারা।

সোমবারের রুট ক্যানালের জন্য প্রেসিডেন্ট পূর্ব নির্ধারিত একটি কলেজ অনুষ্ঠানে যোগ দেয়া থেকে বিরত থাকবেন। এছাড়া একই দিন বিকেলে ন্যাটো মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গের সঙ্গে বাইডেনের বৈঠক আগামী মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টকে অজ্ঞান করা হবে না, সেকারণে সংবিধানের ২৫তম সংশোধনী সক্রিয় করার প্রয়োজন পড়বে না। এই সংশোধনীতে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

২০২১ সালে বাইডেনের কোলোনোস্কপি করার সময়ে অজ্ঞান করার প্রয়োজন পড়ে। সেই সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights