আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জুলাইয়ে ইতালি, নভেম্বরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ০৬:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@০৬:০৫ অপরাহ্ণ
জুলাইয়ে ইতালি, নভেম্বরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

।।কূটনৈতিক প্রতিবেদক।।

চলমান জুলাইয়ের শেষ সপ্তাহে জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রোম সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চলতি বছরের ৩০ নভেম্বর থাইল্যান্ডে বসবে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করবেন।

নভেম্বরে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিব মাসিুদ বিন মোমেন নিশ্চিত করেছেন। অন্যদিকে, চলমান জুলাইয়ের শেষ সপ্তাহে জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রোম সফরের বিষয়টি কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বিমসটেক ইস্যুতে আলোচনা করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে আলোচনার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসিুদ বিন মোমেন জানান, বিমসটেক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার ভারত থেকে বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত হবেন। ফলে নতুন চেয়ার বাংলাদেশ এবং ভারতের নতুন সেক্রেটারি জেনারেল একইসঙ্গে যেন কাজ করতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিমসটেককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে এবং কীভাবে জোটের অগ্রগতি করা যায়, সেটি নিয়ে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বিমসটেকের সড়ক ও রেলের বাইরে বিদ্যুতের গ্রিড কানেকটিভিটি বাড়াতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিমসটেকে বাংলাদেশের চাওয়া বাণিজ্য বাড়ানো। আর ভারত চায় নিরাপত্তা বাড়াতে। এক্ষেত্রে বিমসটেকের দেশগুলোর মধ্যে মানি লন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে কাজ করার সুযোগ রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights