আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা নেই জঙ্গিদের : ডিএমপি কমিশনার

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০৬:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০৬:১৫ অপরাহ্ণ
হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা নেই জঙ্গিদের : ডিএমপি কমিশনার

।।নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিদের এখন আর হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা নেই। ফলে জঙ্গিদের উত্থানের আর সুযোগ নেই।

শনিবার (১ ‍জুলাই) সকালে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিসানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জঙ্গি হামলার সাত বছরে নিহতদের স্মরণে পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কমিশনার বলেন, হলি আর্টিজান হামলার পর উন্নয়ন সহযোগীরা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ ও দেশের জনগণ জঙ্গিবাদ রুখে দিয়েছে।

প্রঙ্গত, ২০১৬ সালে ১ জুলাই দেশের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায়। ওই রাতে গুলশান-২ এর হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২২ জন নাগরিককে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ইতালির নয়জন, জাপানি সাতজন, ভারতীয় একজন, আমেরিকায়ন একজন, বাংলাদেশি দুইজন নাগরিক ছাড়াও দুইজন পুলিশ কর্মকর্তা। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী মিলে দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights