আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জলবায়ু আলোচনা ফেরাতে চীন সফরে জন কেরি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১১:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১১:২২ পূর্বাহ্ণ
জলবায়ু আলোচনা ফেরাতে চীন সফরে জন কেরি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর লড়াই পুনরুদ্ধারের অংশ হিসেবে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। চার দিনের এই সফর গত রবিবার শুরু হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের আরও দুইটি প্রতিনিধি দল চীন সফর করেছে।

উত্তর মেরুতে গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহ চলছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমণকারী দেশ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ, সামরিক উত্তেজনা এবং গোয়েন্দাবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এসবের মধ্যেই চীন সফর শুরু করেছেন জন কেরি।

যুক্তরাষ্ট্রের জলবায়ু দূতের বেইজিং সফর সংক্রান্ত খবরে সোমবার সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বলেছে, জলবায়ু ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্র গভীর মতনিবিময় করবে।

চীনা প্রতিনিধি জিয়ে জেনজুয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিথেন গ্যাস নিঃসরণ কমানো, কয়লার ব্যবহার সীমিত রাখা, বনাঞ্চল বিনাশ রোধ এবং জলবায়ু আক্রান্ত দরিদ্র দেশগুলোকে সহায়তা প্রদানের ইস্যুতে আলোচনা হবে।

কূটনৈতিকতার বিভিন্ন ক্ষেত্রে জন কেরি এবং জিয়ে জেনজুয়ার সম্পর্ক ২০ বছরের পুরনো। তাদের আলোচনায় মার্কিন বাণিজ্য শুল্ক নিয়ে চীনের আপত্তি এবং অন্যান্য বাণিজ্য বাধা নিয়েও আলোচনা হতে পারে।

চলতি বছর চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন এবং অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। দুই দেশের স্থিতিশীল সম্পর্ক পুনরুদ্ধারে এসব সফর অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশই বলেছে, অন্য ইস্যুতে মতবিরোধ থাকলেও জলবায়ু ইস্যুতে তারা সহায়তা চালিয়ে যেতে সক্ষম হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights