আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে: ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

  • In জাতীয়, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ০৭:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@০৭:৩৫ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে: ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

।।নিজস্ব প্রতিবেদক।।

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন- জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিক এর সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।

তিনি আরো বলেন- সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এই কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights