আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কুকুরের জন্মদিনে একুশ লাখ টাকার বাড়ি উপহার

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ১১:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@১১:৩২ পূর্বাহ্ণ
কুকুরের জন্মদিনে একুশ লাখ টাকার বাড়ি উপহার

।।বিডিহেডলাইনস ডেস্ক।।

জন্মদিন অবশ্যই বিশেষ একটি দিন। তবে এটা কেউ ঘটা করে পালন করে কেউ করে না। তবে জন্মদিন সবসময়ই বিশেষ। আর সেটা প্রিয়জনের হলে তো কথাই নেই। তবে এ আয়োজন পোষা কুকুর-বিড়ালের জন্যও হতে পারে, সেটাই এবার প্রমাণ করে দিয়েছেন মার্কিন কুকুরপ্রেমী ব্রেন্ট রিভেরার। কুকুরের জন্মদিন পালন করে আলোড়ন সৃষ্টি করলেন মার্কিন এই যুবক।

তার পোষা কুকুর চার্লির জন্মদিন উপলক্ষ্যে ২১লাখ টাকার বাড়ি বানিয়েছেন এই যুবক।

সূত্র জানায়, সম্প্রতি ইউটিউবে চার্লির (কুকুর) জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে সেই বাড়িটি দেখিয়েছেন রিভেরা। একটি বাড়িতে শোয়ার ও বসার ঘর থেকে শুরু করে যা যা থাকার প্রয়োজন, তার সবই আছে ওই বাড়িতে। বিষয়টি কুকুরের জন্য যেমন চমক ছিল, মানুষের জন্য তো বটেই।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights