আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে মার্কিন কর্মকর্তারা, ‘খোলামেলা’ আলোচনা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৬ জুন ২০২৩ @ ১০:৩৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুন ২০২৩@১০:৩৭ পূর্বাহ্ণ
বেইজিংয়ে মার্কিন কর্মকর্তারা, ‘খোলামেলা’ আলোচনা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ‘খোলামেলা এবং গঠনমূলক আলোচনা’ হওয়ার খবর জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্যাসিফিক বিষয়ক কর্মকর্তা ড্যানিয়েল ক্রিটেনব্রিক ও চীন বিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র পরিচালক সারাহ বেরান বেইজিং সফর করেন। গত সোমবার তারা চীনা কর্মকর্তা মা ঝাওক্সি ইয়াং তাও এর সঙ্গে বৈঠক করেন।

তাইওয়ান প্রণালিতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে এক ঝামেলার দুই দিনের মাথায় মাঝ পর্যায়ের কর্মকর্তাদের ওই আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে দুই দিন আগে মার্কিন সেনাবাহিনী চীনের বিরুদ্ধে এক মার্কিন জাহাজের বিপজ্জনক কাছে চলে আসার অভিযোগ তোলে। এরপরও কর্মকর্তাদের বৈঠক দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকারিইঙ্গিত দিচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগের লাইন সচল রাখতে এবং উচ্চ-পর্যায়ের কূটনীতি গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসাবে দুই দেশের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে।

ড্যানিয়েল ক্রিটেনব্রিকের বেইজিং সফরের আগে গত সপ্তাহে সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বেইজিং। ওই সময়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে পার্শ্ববৈঠকের আমন্ত্রণ জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

সোমবার মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করা হয়েছে যে, ওয়াশিংটন সর্বদা মার্কিন স্বার্থ ও মূল্যবোধের পক্ষে অটল থাকবে।

ওই বৈঠকের বিষয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, চীন-মার্কিন সম্পর্কের উন্নতি উৎসাহিত করতে উভয় পক্ষ খোলামেলা, গঠনমূলক ও ফলপ্রসু আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ সচল থাকবে বলেও জানিয়েছে তারা।

ইডে/এসআর/তারিখ:০৬০৬২৩/১০:৩৪

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights