আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আবারো ত্রিমুখী লড়াই

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৩ জুন ২০২৩ @ ০৯:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুন ২০২৩@০৯:১৯ অপরাহ্ণ
আবারো ত্রিমুখী লড়াই

ক্রীড়া প্রতিবেদক:

চলতি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ থেকে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দুই দল চ্যাম্পিয়নশিপ লীগে অবনমিত হবে। নবাগত উত্তরা আজমপুর এফসি’র ইতোমধ্যে অবনমন নিশ্চিত হয়েছে। আরেকটি অবনমন এড়াতে ত্রিমুখী লড়াই চলছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যে।

আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগে দু’টি ম্যাচ ছিল। দু’টি ম্যাচই অবনমন এড়ানোর লড়াই। চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ফর্টিজ এফসির সঙ্গে ড্র করেছে। এই একটি পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর অস্তিত্ব টিকিয়ে রাখতে খুবই জরুরি। ফর্টিজের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর একটি পয়েন্ট এসেছে ম্যাচের অন্তিম মুহূর্তে। ৯০মিনিট শেষে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে চট্টগ্রাম আবাহনীর ইকবালের গোলে স্কোরলাইন ১-১ হয়। চট্টগ্রাম আবাহনীর ১৭ম্যাচে ১৭পয়েন্ট। সমান ম্যাচে ফর্টিজের পয়েন্ট-২০।

অন্য দিকে, বাংলাদেশ পুলিশ ২-০ গোলে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশ পুলিশ ১৮ম্যাচে ২৯পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। পুলিশের বিপক্ষে পয়েন্ট না পাওয়ায় রহমতগঞ্জের অবনমন শঙ্কা আরো একটু বাড়ল। ১৭ম্যাচে তাদের পয়েন্ট ১৭। এই রাউন্ডে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরতি ছিল। ১৭ম্যাচে ১৫পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় তলানির দল তারা। চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ উভয় দল মুক্তিযোদ্ধার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে মাত্র। আজমপুরের সঙ্গী কারা হচ্ছে এটি নিশ্চিত হতে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লিগে আর বাকি রয়েছে তিন রাউন্ড। শেষ রাউন্ডে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট সমান হলে প্লে অফ হবে।

এমকে/তারিখ:০৩০৬২৩/২১:২০

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights