আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৯:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৯:৩৬ অপরাহ্ণ
ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

।।কূটনৈতিক প্রতিবেদক।।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় ৩ দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাদেরকে স্বাগত জানান।

আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং মার্কিণ সাহায্য সংস্থা ইউএসএআইডির এশিয়া ব্যুরোর উপ সহকারি প্রশাসক অঞ্জলি কৌর রয়েছেন। প্রতিনিধিদলটি ভারত হয়ে বাংলাদেশ সফরে এসেছেন এবং ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে এরই মধ্যে যথাযথ প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় এসেছেন।

প্রতিনিধিদলটি আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। এরপর একইদিন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৃহস্পতিবার বৈঠক করবেন এবং ওইদিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মূল বৈঠক রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এর বাইরে শ্রম ও মানবাধিকার ইস্যূতে দুইটি সামাজিক সংগঠনের নেতা-কর্মীর সঙ্গে বৈঠকসহ সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করবেন সফররত মার্কিন প্রতিনিধিদল। এছাড়া সরেজমিন রোহিঙ্গা সঙ্কট পরিদর্শন করতে আগামীকাল বুধবার কক্সবাজার সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights