আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঢাকায় ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন

  • In শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ০৬:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@০৬:৪০ অপরাহ্ণ
ঢাকায় ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন

।।কূটনৈতিক প্রতিবেদক।।

আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) প্রাথমিক পর্যবেক্ষক দলের (ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল) একটি অংশ শনিবার ঢাকায় এসেছে। বাকি অংশ রোববার ভোরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। এই দলটি রোববার থেকে ২ সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে ভোট ইস্যূতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আসন্ন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। ইইউর এই দলটি আসন্ন নির্বাচন নিয়ে ইতিবাচক প্রতিবেদন দিলেই নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বাকি ২টি দল বাংলাদেশে পাঠাবে ইইউ।

বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এই প্রতিবেদককে বলেন, ইইউর এই দলটি প্রাথমিক পর্যায়ের, এরপর আরো দুইটা দল আসবে। তবে প্রাথমিক দলটি আসন্ন ভোট অনুষ্ঠান নিয়ে সন্তোষজনক প্রতিবেদন দিলেই পরবর্তী এবং নির্বাচন পর্যবেক্ষণে চূড়ান্ত মিশন পাঠাবে ইইউ। ইইউর নির্বাচনী পর্যবেক্ষণ সংক্রান্ত এই মিশনগুলো স্বাধীনভাবে কাজ করে এবং পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে তারা পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে। সর্বশেষ ২০০৭-০৮ সালের ভোটে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনে মোট ১৪০ জন সদস্য ছিল। বাংলাদেশের ইতিবাচক রাজনৈতিক পরিবেশ আমাদের দুইপক্ষের সম্পর্ককে এগিয়ে নিতে সহযোগিতা করবে। পাশাপাশি ভবিষ্যতে ইইউর বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ প্রভাব ফেলবে।

আসন্ন নির্বাচনে বিদেশিদের পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার বলেন, দুনিয়ার বড় বড় দেশে নির্বাচন দেখার জন্য কোনো পর্যবেক্ষক যায় না। আমাদের দেশে পর্যবেক্ষক এলো কি এলো না, এতে কিছু যায় আসে? নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো, কিন্তু না এলে আমরা পরোয়া করি না। আমাদের দেশে একটি সংস্কৃতি তৈরি হয়েছে বিদেশিদের এনে এনে নির্বাচন দেখানোর। আমার মতে, এটি ভবিষ্যতে বন্ধ করা দরকার। আমাদের দেশে অনেক বাড়ন্তি কাজ হচ্ছে এবং এটি বন্ধ করা উচিত।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights