হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ট্রাক ভারতীয় কাঁচা ঝাল প্রবেশ করেছে। রোববার দুপুরে এই ঝাল ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ৬টি ট্রাকে ৬০ টনের মতো ঝাল রয়েছে বলে জানা গেছে। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা ঝালের এলসি মুল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি ঝালের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ ঝাল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রয় করা সম্ভব।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০/৪০ ট্রাক কাঁচা ঝাল বাংলাদেশে প্রবেশ করে, এমনভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও আসবে। ফলে ১ সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। ৫দিন বন্ধ থাকার পরে রোববার প্রথম দিনেই এ পর্যন্ত ৬ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সন্ধ্যার দিকে আরও আসবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। সোমবার থেকে প্রতিদিন ২০/২৫ ট্রাক আসবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে।
তবে স্থলবন্দরের অপর একটি সূত্রের দাবি, শুল্ক কর্মকর্তাদের অনুপস্থিতি ও সার্ভার জটিলতায় গত রবিবার দুপুর একটার আগে কাঁচা মরিচের ট্রাক খালাসের অনুমতি মিলেনি।
প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাচা ঝালের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দেশি মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকা পর্যন্ত। তবে দু,একদিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।