আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাকোপে কর্দমাক্ত রাস্তা: জনদূর্ভোগ চরমে

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ০৯:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@০৯:৩৯ অপরাহ্ণ
দাকোপে কর্দমাক্ত রাস্তা: জনদূর্ভোগ চরমে

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাকড়াবুনিয়া, রাসখোলা, শ্রীশ্রী কৃষ্ণের রাসমন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় দীর্ঘদিন যাবৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে। তাই এলাকার মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে।

বর্তমান বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে যায়, যার বেশিরভাগ স্থানই কাঁদা পানিতে তলানো থাকে। এতে করে এলাকার যানবাহন ইজিবাইক, মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান আরোহীসহ সাধারণ জনগনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আনা নেওয়ায় ব্যাপক সমস্যার সম্মূখীন হচ্ছে। কাকড়াবুনিয়া ও রাসখোলা এলাকাবাসী বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ঐ এলাকার সাধারন জনগনের সাথে কথা বলে জানা যায়, এলাকার কোন লোক অসুস্থ হলে তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছানো খুব কঠিন হয়ে পড়ে। অনেক সময় যোগাযোগ ব্যবস্থার কারনে মৃত্যুর মতো ঘটনাও ঘটে।

উক্ত বিষয়টি নিয়ে ২নং দাকোপ ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিনয় কৃষ্ণ রায়ের সাথে কথা হলে তিনি জানান- অতিদ্রুত কাকরবুনিয়া ও রাসখোলার রাস্তার সংস্করণের কাজ শুরু করা হবে। সাময়িক দুর্ভোগের জন্য সবার কষ্টে আমিও ব্যথিত।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights