আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

খাগড়াছড়িতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ সেপ্টেম্বর ২০২৩@০৫:১৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
ছবি- ফাইল ছবি

মিলন ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির রামগড়ে মানসিক চাপে মো.আতাউল করিম (সিবলী) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের তৈচালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রামগড় থানার উপ-পরিদর্শক এসআই সামছুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মোঃ নুরুল করিম মাষ্টারের ছেলে। তিনি পাঁচ মাসের এক মেয়ের জনক।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অনেকে মনে করছেন মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে। আবার কেউবা মনে করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, দুপুরে সিবলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদরের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights