আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পুতিনের ‘হাত ধরে থাকা’ প্রতিশ্রুতি কিমের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১২ জুন ২০২৩ @ ১০:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুন ২০২৩@১০:২২ পূর্বাহ্ণ
পুতিনের ‘হাত ধরে থাকা’ প্রতিশ্রুতি কিমের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ধরে থাকর প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ‍দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার অঙ্গীকারও করেন তিনি। পূর্ব এশিয়ার দেশটির সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এসব প্রতিশ্রুতি দেন কিম।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন কিম জং উন। মস্কোর প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতিও’ জানান তিনি। কেসিএনএ প্রকাশিত বার্তায় উত্তর কোরিয়ার এই নেতা বলেন, ‘ন্যায়ের জয় নিশ্চিত এবং বিজয়ের ইতিহাসে গৌরবগাঁথা যোগ করতে থাকবে রাশিয়ার জনগণ।

বার্তায় আরও বলা হয়, ‘একটি শক্তিশালী দেশ গড়তে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে রাশিয়ার প্রেসিডেন্টের হাত ধরে থাকার আগ্রহ দেখান কিম। মস্কোর সঙ্গে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানান তিনি।

ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে উত্তর কোরিয়া। গত বছর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর মস্কোকে সমর্থনও করেছে তারা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights