আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পেঁয়াজের দামে সেঞ্চুরি 

পেঁয়াজের দামে সেঞ্চুরি 

।।বিডি হেডলাইন্স ডেস্ক।।

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। কোরবানি ঈদ প্রায় আসন্ন। এই ঈদকে কেন্দ্র করে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দামে ক্রেতাদের নাভিশ্বাস।

ক্রেতাদের অভিযোগ, বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কেজিপ্রতি পেঁয়াজ প্রায় ১০০টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রেতাদের অভিযোগ, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে। এ যেন উভয় সংকট।

আজ রোববার (৪জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পেঁয়াজের দামের এমন চিত্র দেখা গেছে। গত রমজানে পেঁয়াজ ৩৫টাকায় বিক্রি হলেও এখন তা প্রায় তিনগুণ বেড়েছে। সর্বশেষ গত দুইদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫টাকা। আজ (৪জুন) খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০থেকে ৯৫টাকায়।

ক্রেতাদের অভিযোগ, প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। দুইদিন আগে ৮০টাকায় কিনলেও আজ বিক্রেতারা ৯৫টাকায়।
মহাখালী কাঁচা বাজার এলাকার ক্রেতা আমিনুল হক বিডি হেডলাইন্সকে বলেন, কাল (শনিবার) ৮৫টাকা ছিল পেঁয়াজের কেজি। এক রাতের ব্যবধানে কীভাবে ৯৫টাকা হলো? এগুলো সিন্ডিকেটের কারণে হয়েছে।

জানতে চাই নিকেতন কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা হাবিবুল ইসলাম বলেন- ঈদের মাসখানেক আগেই পেঁয়াজের দাম প্রায় ১০০টাকা। রোজায় ৩৫টাকায় পেঁয়াজ কিনলেও এখন দাম প্রায় তিনগুণ। যেভাবে দাম বাড়ছে, পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে হবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে। এভাবে চলতে থাকলে ঈদে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে।

মহাখালী কাঁচা বাজারের খুচরা বিক্রেতা রিয়াজুল বলেন- পাইকারি পর্যায়ে দাম কমলে খুচরা বাজারেও কমে যায়। তবে, বর্তমানে যেভাবে দাম বাড়ছে, এভাবে চলতে থাকলে ঈদের আগেই পেঁয়াজের দাম ২০০টাকাও পার হতে পারে। আমদানির মাধ্যমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে।

প্রসঙ্গত, কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১৫মার্চ থেকে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) অর্থাৎ আমদানি অনুমতি বন্ধ করে দেয় সরকার। ফলে পরদিন ১৬মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। আর, এরপর থেকেই ধীরে-ধীরে দাম বাড়তে থাকে পেঁয়াজের।
এখনই সময় বাজার নিয়ন্ত্রণ করে দাম ধরে রাখার। তা না হলে দিনে দিনে বাজার উর্ধ্বমুখি হতেই থাকবে।

এসআর/তারিখ:০৪০৬২৩/১৩:১৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights