আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আবার ডা. সংযুক্তাকেই দুষছে সেন্ট্রাল হাসপাতাল

  • In জাতীয়, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ০৬:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@০৬:৪৮ অপরাহ্ণ
আবার ডা. সংযুক্তাকেই দুষছে সেন্ট্রাল হাসপাতাল

।।নিজস্ব প্রতিবেদক।।

চিকিৎসাজনিত প্রতারণায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুতে নিজের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলেও ডা. সংযুক্তা সাহার নির্দেশনাতেই সব হয়েছে বলে পাল্টা দাবি করেছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার হাসপাতালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

ডা. সংযুক্তা সাহার মোবাইল ফোনটি ফরেনসিক টেস্ট করার দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে। ডা. সংযুক্তা হাসপাতালে না থাকলেও রোগীর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শাহজাদী আমাদের জানিয়েছেন, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সাথে উক্ত রোগীর বিষয়ে মোবাইলে কথা হয়েছে। আঁখি হাসপাতালে আসার পূর্বেই ডা. সংযুক্তা সাহার ড্রাইভার মো. জমিরের সাথে কথা হয়েছে এবং এবিষয়ে সংযুক্তা সাহাও জানতেন।

এ বিষয়ে সংযুক্তা সাহার মোবাইলটি ফরেনসিক টেস্ট করলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে। নরমাল ডেলিভারি এবং তার রোগীদের জন্য অধ্যাপক ডা. সংযুক্তা সাহার টিম ছিল। তার অনকল ডাক্তার ছিল। অনকল ডাক্তাররাই তার রোগী ডিল করতেন। সেন্ট্রালের ডাক্তাররা ডা. সংযুক্তা সাহা ও তার টিমের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করেন মাত্র।

ডা. সংযুক্তা সাহা অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আঁখির মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহা নিজের দায় হাসপাতালের ওপর চাপানোর চেষ্টা করছেন। কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি দুবাই গিয়েছেন। কিন্তু গত ১০ জুন ডা. সংযুক্তা সাহার রোগীর অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে। এর প্রমাণও আছে। এবিষয়ে সংযুক্তা সাহার জোরপূর্বক নির্দেশ ছিল তার অনুপস্থিতিতেও তার নামে রোগী ভর্তি দিতে হবে। ইতোপূর্বেও তার অবর্তমানে তার নামে রোগী ভর্তি হয়েছে এবং তার মনোনীত কনসালটেন্টরা রোগীর চিকিৎসা দিয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights