আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুইডেনের ন্যাটো সদস্য পদে সমর্থনে রাজি তুরস্ক

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৮:৩৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৮:৩৩ পূর্বাহ্ণ
সুইডেনের ন্যাটো সদস্য পদে সমর্থনে রাজি তুরস্ক
ছবি- বিবিসি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ন্যাটো সদস্য সুইডেনের ইচ্ছায় সমর্থন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পশ্চিমা সামরিক জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, তুর্কি নেতা সুইডেনের প্রস্তাবটি আঙ্কারায় পার্লামেন্টে তুলবেন এবং এর ‘অনুমোদন নিশ্চিত’ করবেন। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিটারসেন বলেন, ‘আমি খুব খুশি, সুইডেনের জন্য এটা একটা ভালো দিন’।

সুইডেনের আবেদন আটকে রেখে এর আগে মাসের পর মাস পার করেছে তুরস্ক। তাদের অভিযোগ কুর্দি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে সুইডেন। ন্যাটোর ৩১ সদস্যের একটি দেশ হওয়ায় জোটে নতুন সদস্য যুক্ত হওয়ার ক্ষেত্রে তুরস্কের ভেটো ক্ষমতা রয়েছে।

তুরস্কের সম্মত হওয়ার খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট এরদোগানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউরো-আটলান্টিক অঞ্চলে প্রতিরক্ষা এবং নিবৃত্তিমূলক তৎপরতা জোরদার করতে প্রেসিডেন্ট এরদোগান ও তুরস্কের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। আমি প্রধানমন্ত্রী ক্রিটারসেন এবং সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বায়েরবক টুইট বার্তায় লিখেছেন, ‘৩২-এ আমরা সবাই যৌথভাবে আরও নিরাপদ’। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সুইডেন যোগ দেয়ায় ‘আমরা সবাই আরও নিরাপদ থাকব’।

লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে তুরস্ক ও সুইডেনের নেতাদের সঙ্গে আলোচনার পর সোমবার রাতে ওই সম্মতি চুক্তির ঘোষণা দেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তবে তিনি জানিয়েছেন, সুইডেন কবে সামরিক জোটটিতে যোগ দেবে তার সুনির্দিষ্ট তারিখ দেয়নি তুরস্ক। এটি নির্ভর করবে তুরস্কের পার্লামেন্টের ওপর।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights