আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরের একইদিনে একইস্থানে ৯ টি দুর্ঘটনা: নিহত-১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০৫:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০৫:৩৩ অপরাহ্ণ
দিনাজপুরের একইদিনে একইস্থানে ৯ টি দুর্ঘটনা: নিহত-১

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে ট্রাক, পিকআপ, যাত্রীবাহী নৈশ্যবাস ও মাইক্রোবাসসহ পরপর ৯টি ভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।

ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রহিমা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পিকআপের যাত্রী ছিলেন। রহিমা বেগম জেলার কাহারোল উপজেলার তারাগাঁও ইউনিয়নের সাহাড়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এ ঘটনায় দুইজন গুরুতরসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দফায় দফায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম প্রমুখ।

এ ঘটনায় সড়কে অতিরিক্ত বিটুমিন ব্যবহার করার করণেই দুর্ঘটনা ঘটছে দাবি করে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী উপস্থিতিতে সড়ক সংস্কার কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে শনিবার ভোর ৪টায় ঠাকুরগাওগামী ১ টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ ঘটে। পরে সাড়ে ৪টায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি সাদা পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৪৭৭৩) ও ঢাকাগামী আমবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-৯৫৫৭) মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। পরে আরেকটি নীল পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১-৭৩৭৫), (ঢাকা মেট্রো-ড ১৪-৮৫৩০) ও (ঢাকা মেট্রো-ন-১৯-৪৭৭৩) নম্বরের দুইটি পণ্যবাহী ট্রাক, হানিফ পরিবহনের একটি নৈশ্য যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৫৯৪) দুর্ঘটনার শিকার হয়। পরে সকাল ৯ টায় আরো একটি নীল পিকআপ (ঢাকা মেট্রো-ড-১৪-৫৫৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ঢুকে পড়ে। আহত সকলকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এদিকে এ ঘটনায় এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে আটকা পড়ে শতশত যানবাহন। স্থানীয় রবিউল ইসলাম, মো. রুবেল ও আব্দুল রহমান বলেন, সড়কটিতে অতিরিক্ত বিটুমিন ব্যবহারের ফলে সড়কটিতে কোনো খোয়া বা পাথর নেই। যার ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি পিচ্ছিল হয়ে যায়। এতে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ঈদের দিনেও সেখানে দুর্ঘটনায় একটি গর্ভবতী নারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনাগুলোর কারণে আমরা ঠিক মতো বাহিরেও যেতে পারছি না আতঙ্কে। দোকান খুলে বসে থাকলেও কখন যে কোন গাড়ী এসে দোকানে ঢুকে পড়ে সে আতঙ্কে আছি। আজ একদিনেই ৯টি দুর্ঘটনা। আমরা চাই সড়কটি দ্রুত সংস্কার হোক। সংস্কার না হওয়ায় অবধি সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ফুলবাড়ী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ভোর থেকেই বিভিন্ন যানবাহন ওই একইস্থানে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহসহ যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ অবরোধ করলেও পরবর্তীতে অবরোধ তুলে নেন। এখন যানবাহন চলাচলা স্বাভাবিক হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি দুঃখজনক। এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় সড়কটি তাৎক্ষণিক সংস্কারের উদ্যোগ নেয়া হলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। একইসাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ওই মসজিদে এক লাখ টাকা অনুদান দেয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ইতোপূর্বে কখনো এতোগুলো যানবাহন একসাথে দুর্ঘটনার শিকার হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights