আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কেএমপি’র অভিযানে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

।।খুলনা ব্যুরো।।

খুলনা মেট্রোপলিটনের খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানার সাধারণ ডায়েরী নং-১৫৩৮, গত ২৪ আগষ্ট বৃহস্পতিবারের নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুনকে (১৯) উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি সহায়তায় ভিকটিম ও আসামীদের অবস্থান সনাক্ত করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মহেশপুর থানাধীন বাশবাড়ীয়া মাটালি গ্রামে ভারতীয় বর্ডার সীমান্তের পাদোলিয়া নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাটালি বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার জন্য নদী পার করার সময় নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুন(১৯) কে পাচারকারী চক্রের হেফাজত হতে উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল হতে ভিকটিমকে পাচারকারী সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের তিন সদস্য খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন হাজী গ্রামের হায়াত লস্করের কন্যা সোনিয়া খাতুন(২৩), একই গ্রামের বাসিন্দা নুর ইসলামের কন্যা কুলসুম বেগম (২৫) ও ৩নং ওয়ার্ড সংলগ্ন এসবিআই ব্যাংক মুনিরাবাদ ডেম কোপাল, পিন নং-৫৮৩২৩৩ কর্ণাটক, বেঙ্গলুরু, ভারত নিবাসী শেখ ওলির পুত্র শেখ জাবেদ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাদীর(উদ্ধারকাৃতের ফুপু) এজাহারের প্রেক্ষিতে খানজাহান আলী থানার মামলা নং-১৬, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ৬/৭/৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসতিয়াক জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য মানব পাচারকারী সদস্যদের রিমান্ডে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights