আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শরীরে ১০০টি সেলাই নিয়েও ঈদ নাটকের শুটিংয়ে অভিনেতা ক্লিনটন রোজারিও

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ০৪:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@০৪:২২ অপরাহ্ণ
শরীরে ১০০টি সেলাই নিয়েও ঈদ নাটকের শুটিংয়ে অভিনেতা ক্লিনটন রোজারিও

।।যাযাবর পলাশ।।

থার্ড জেন্ডারের গল্প নিয়ে নির্মিত নাটক ‘আনারকলি’ প্রচারিত হবে ঈদের আগের দিন রাত দশটায় একুশে টিভিতে। নাটকটি লিখেছেন কণা তেরেসা পালমা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা আলম আনোয়ার।

অভিনেতা ক্লিনটন রোজারিও’র সাথে যোগাযোগ করে জানা যায়, ক্লিনটন বহুদিন যাবৎ হাইড্রাডেনিটিস সুপ্পুরাটিভা নামক এক বিরল রোগে ভুগছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় নির্মাতা আলম আনোয়ার তাকে নাটকের গল্পটি শুনান। বরাবরই তিনি চ্যালেঞ্জিং চরিত্র এবং ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় করতে পছন্দ করেন।

আনারকলি নাটকটি তথাকথিত নাটক থেকে আলাদা। নাটকের গল্প তার ভালো লাগে। ৭ ঘন্টার জটিল অপারেশন শেষে মোটামুটি সুস্থ হয়ে ৬ দিনের মাথায় তিনি পরিচালককে ফোনে শুটিং ডেট ফিক্সড করতে বলেন। ডাক্তারের আদেশ অমান্য করে প্রায় ১০০টি সেলাই শরীরে নিয়ে তিনি শুটিং এ অংশ নেন এবং নির্মাতার দ্বিধাদ্বন্দ্বকে ছাপিয়ে মুহুর্তেই নিজেকে রুপান্তরিত করেন আনারকলিতে।

তিনি বলেন- আনারকলির অস্তিত্ব ধারণ করে যে ব্যাথা সে অনুভব করেছেন অপারেশনের ব্যাথা তার কাছে তুচ্ছ। শুটিং সেট বা শুটিং দেখতে আসা উৎসুক জনতার কেউ তাকে এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি সে অপারেশনের রুগী বা ব্যাক্তি ক্লিনটন রোজারিও।

উল্লেখ্য, গল্পের নাম ভূমিকায় অভিনয় করেছেন ক্লিনটন রোজারিও। আরো অভিনয় করেছেন- ইমতু রাতিশ, শিরিন আলম, অনুভব মাহবুব, টুটুল রুদ্র, ওমর রাজ, শারমিন নিপা, ইবু প্রমুখ। জানা গেছে, “আনারকলি” নাটকটি ঈদের আগের দিন রাত ১০.০০ টায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভিতে প্রচারিত হবে। পাওয়ার্ড বাই দৈনিক পরিবর্তন সংবাদ।

নির্মাতা আলম আনোয়ার জানান, আমরা গল্পটিকে ফুটিয়ে তুলতে যথার্থ চেষ্টা করেছি। দর্শকের কাছে ভালো লাগলে আনারকলির পার্ট টু আসতে পারে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights