আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে তিন শ’ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : মুজিবুল হক

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৩ জুন ২০২৩ @ ০৬:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুন ২০২৩@০৬:০৫ অপরাহ্ণ
আগামী নির্বাচনে তিন শ’ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : মুজিবুল হক

।।সংসদ প্রতিবেদক।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, জাতীয় পার্টি চার বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আর নয়, আগামীতে জাতীয় পার্টি তিনশ’ আসনেই প্রার্থী মনোনয়ন দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। স্পষ্ট ভাষায় বলতে চাই- জাতীয় পার্টি একটি আলাদা দল, তাদের একটি প্রতীক আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারো পক্ষে-বিপক্ষে যাওয়ার কোন প্রয়োজন নেই।

বৃহষ্পতিবার রাতে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, সরকারের ত্রুটি ধরিয়ে দিতে গেলে জাতীয় পার্টিকে সমালোচনার মুখে পড়তে হয়। অনেকে আমাদেরকে বলেন আপনারা সরকারের সমালোচনা করেছেন-আপনারা কী বিএনপির দিকে চলে গেছেন? সরকারের সমালোচনা করা, ত্রুটি তুলে ধরা আমার দলের রাজনীতি। কিন্তু এটা করলে আপনি কেন ভাবেন বিএনপিতে যাবে কিনা? আবার সরকারের পক্ষে বললে বিএনপি ভাবে আমরা সরকারে যাব কিনা? ‘নো’, আমরা কারো সঙ্গে যেতে চাই না।’ আমরা জনগণের উপর আস্থা রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

জাপা মহাসচিব বলেন, আমরা ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচন করে সরকার গঠন করি। তিনটি মন্ত্রীও উনি দেন। তারপরে একাদশ সংসদ নির্বাচনেও আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নির্বাচন করে দেশকে অগ্রণতান্ত্রিক পরিস্থিতি থেকে বাঁচাই। তিন তিন বার এভাবে সহায়তা করেছি আওয়ামী লীগকে, তারপরে সরকারি দলের নেতারা নানা মন্তব্য করেন। আমরা তো বিরোধী দল, আমরা তো সরকারের বিরোধীতা করবো। আমরা বিএনপিতে গেছি কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। আমরা আর কারো পক্ষে বিপক্ষে যেতে চাই না। জাতীয় পার্টি নিজস্ব শক্তিতে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights