আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টাইটানিক দেখতে যাওয়া সাবমেরিন নিখোঁজ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০৩:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুন ২০২৩@০৩:৩৮ অপরাহ্ণ
টাইটানিক দেখতে যাওয়া সাবমেরিন নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

আটলান্টিক মহাসাগরের মাঝখানে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। রবিবার সাবমেরিনটি নিখোঁজ হওয়ার পর ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ছোট আকারের সাবমেরিনটি ডুব দেয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পর থেকে নিখোঁজ হয়ে যায়।

পর্যটক নিয়ে সাবমেরিনের এই যাত্রার আয়োজন করে ওসানগেট নামের একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, সাবমেরিনের পাঁচ আরোহীকে উদ্ধারে সব উপায় খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের তিন হাজার আটশ মিটার গভীরে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আট দিনের যাত্রায় যেতে সাবমেরিনের প্রতিটি টিকিটের মূল্য রাখা হয় আড়াই লাখ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি গভীর সমুদ্র প্রতিষ্ঠান উদ্ধার অভিযানে সহায়তা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে ৪৩৫ মাইল দক্ষিণে। তবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে ম্যাসাচুসেটসের বোস্টন থেকে। ধারণা করা হচ্ছে নিখোঁজ যানটি ওসানগেটের টাইটান সাবমারসিবল। ট্রাকের আকারের এই সাবমেরিনটিতে সাধারণত পাঁচ আরোহী থাকেন। এটি সাধারণত চারদিনের জরুরি অক্সিজেন সরবরাহ নিয়ে ডুব দেয়।

সোমবার বিকেলে মার্কিন কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মগার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের ধারণা সাবমেরিনটিতে ৭০ থেকে ৯৬ ঘণ্টার অক্সিজেন বাকি আছে।’ তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে বলে জানান তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights