আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গ্রিসে নৌকাডুবিতে ৭৯ অভিবাসীর মৃত্যু, বহু নিখোঁজ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ০৯:৫৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@০৯:৫৫ পূর্বাহ্ণ
গ্রিসে নৌকাডুবিতে ৭৯ অভিবাসীর মৃত্যু, বহু নিখোঁজ
ছবি- বিবিসি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরা নৌকাডুবিতে অন্তত ৭৯ জনের মৃত্যু এবং আরও শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে বেঁচে যাওয়া এবং গ্রিসের কর্মকর্তারা বলছেন, নৌকার আরোহী আরও শত শত অভিবাসী নিখোঁজ রয়েছেন। তিন দিনের শোক ঘোষণা করা গ্রিক সরকার বলছেন, এটি গ্রিসের সবচেয়ে বড় অভিবাসী ট্রাজেডি।

গ্রিসের ভূমধ্যসাগরীয় পেলোপনিস উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ডুবে যায়। দেশটির কোস্টগার্ড বলেছে, তারা সাহায্য করতে চাইলেও নৌকাটি তা নিতে অস্বীকার করে। তারা মঙ্গলবার রাতে নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টের একটি হেলিকপ্টার নৌকাটিকে চিহ্নিত করে। আরোহীদের কারোরই লাইফ জ্যাকেট পরা ছিল না।

গ্রিকের সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, কর্তৃপক্ষ স্যাটেলাইট ফোনে বেশ কয়েকবার নৌকাটির সঙ্গে যোগাযোগ করে এবং সাহায্যের প্রস্তাব দেয় কিন্তু তাদের বারবার বলা হয়, ‘আমরা ইতালি যাওয়া ছাড়া আর কিছু চাই না’।

এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত প্রায় একটার দিকে নৌকার কেউ বারবার গ্রিক কোস্টগার্ডকে জানাতে থাকে যে, নৌকার ইঞ্জিন কাজ করছে না। এর কিছুক্ষণ পর নৌকাটি ডুবতে শুরু করে, মাত্র ১৫ মিনিটের মধ্যে এটি পুরোপুরি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু জোরালো বাতাসে তা কঠিন হয়ে ওঠে।

সমুদ্রে বিপদে পড়া অভিবাসী নৌকার হেল্পলাইন অ্যালার্ম ফোন বলেছে, বিপদে পড়া নৌকাটির কথা কয়েক ঘণ্টা ধরে জানতো কোস্টগার্ড, কিন্তু সহায়তা পাঠানো হয়নি। এছাড়া বিভিন্ন সূত্রের বরাতে তারা জানতে পেরেছে, নৌকাটির সমস্যায় পড়ার কথাও তারা জানতো।

নৌকাটি দৃশ্যত লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে আরোহীদের বেশিরভাগই ২০ এর কোঠায় থাকা পুরুষ। বেঁচে যাওয়ারা বলছেন, নৌকাটিতে পাঁচশ থেকে সাতশ আরোহী ছিল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights