আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পুত্রের জন্য ঘুষ দিতে গিয়ে নতুন মামলায় শাহরুখ খান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ১০:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@১০:৫০ পূর্বাহ্ণ
পুত্রের জন্য ঘুষ দিতে গিয়ে নতুন মামলায় শাহরুখ খান

।।বিনোদন ডেস্ক।।

পুত্র আরিয়ান খানের মাদক মামলায় এবার নতুন করে মামলা দায়ের হল ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে। অভিযোগে প্রকাশ, তিনি নিজের ছেলেকে বাঁচানোর জন্য ঘুষ দিয়েছিলেন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে। তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল আগেই৷ প্রাক্তন এনসিবি কর্তাকে সেই টাকা দিয়েছিলেন ‘বলিউড বাদশা’ নামে খ্যাত শাহরুখ খান। এরপরই তাঁর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আগামী ২০জুন এই মামলার শুনানি রয়েছে৷

২০২১সালের ২৮অক্টোবর এনসিবি-র হাতে ধরা পড়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। অভিযোগ উঠেছিল যে, তাঁর কাছে মাদক ছিল। যদিও বর্তমানে সেই ড্রাগ মামলা থেকে মুক্তি পেয়েছেন শাহরুখ-পুত্র।

অভিযোগ উঠেছিল, আরিয়ানকে বাঁচানোর জন্য এই মামলার তৎকালীন ভারপ্রাপ্ত এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে ৫০লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। যার জন্য এফআইআরও দায়ের হয়েছিল৷ এবার জানা গেল, শাহরুখ নাকি এরপর সমীর ওয়াংখেড়েকে ঘুষ দিয়েও ছিলেন। বর্তমানে সেই অভিযোগেই তোলপাড় মুম্বাই।

বম্বে হাইকোর্টে দায়ের করা সেই মামলার পিটিশনে আর বলা হয়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২নম্বর ধারায় রয়েছে- যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনও অনুগ্রহ পাওয়ার জন্য ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ এবং বিচারের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights