মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এবং আনন্দ মুখর পরিবেশে নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, একাডেমিক সুপারভাইজার সাফিউর রহমান, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইন্সপেক্টর সাইয়েদ মোহাম্মদ ইমরান, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান, হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভূট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান মুক্তির সঞ্চালনায় আজকের ফাইনাল খেলায় যে ২টি শক্তিশালী দল একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বনাম কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ। উক্ত খেলায় রেফারির দায়িত্বে নিয়োজিত ডোমারের কৃতি খেলোয়াড় কবির হোসেন এবং সহকারী রেফারির দ্বায়িত্বে নিয়োজিত আবু বক্কর সিদ্দিক ও বেলাল হোসেন, চতুর্থ রেফারির দ্বায়িত্বে নিয়োজিত জিয়াবুল আলম ফারুক।
কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ বনাম পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মধ্যকার খেলায় পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ০১ এবং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ ০১ গোলে ড্র হয়। পরিশেষে ট্রাইবেকারের মাধ্যমে ০৪-০৩ গোলে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিজয়ী হয়।