আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এক নজরে পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন

  • In বিশেষ সংবাদ
  • পোস্ট টাইমঃ ১৯ নভেম্বর ২০২৩ @ ১০:৩৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৩@১০:৩৯ পূর্বাহ্ণ
এক নজরে পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাটি উন্নয়নে পিছিয়ে ছিল ব্রিটিশ আমলের ধারাতেই। পরবর্তীতে ২০০৮ সালে এসে আওয়ামীলীগ সরকার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে।

এরপরে ২০১১ সালে ১৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে আসে এবং দহগ্রাম ১০ শয্যা হাসপাতাল (পরে ২০ শয্যা), তিনবিঘা করিডোর গেট আনুষ্ঠানিকভাবে ২৪ ঘন্টার জন্য অবমুক্ত, আন্ডারগ্রাউন্ড কেবল লাইনের মাধ্যমে দহগ্রাম-আঙ্গোরপোতায় বিদ্যুৎ সঞ্চালন লাইন আনুষ্ঠানিকভাবে চালু, টেলিটকের নেটওয়ার্ক সংযোগ প্রদান, দহগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন, দহগ্রাম ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দহগ্রাম উচ্চ বিদ্যালয়কে জাতীয়করসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন।

এ সরকারের আওতাধীন চালু করা হয়েছে, বুড়িমারী স্থলবন্দর, রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত ব্রিটিশদের করে যাওয়া প্রতিটি রেল স্টেশন প্লাটফরমকে নতুন ভবনসহ করা হয়েছে। আধুনিক বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত রেল লাইনকে করা হয়েছে সংস্কার, সংযুক্ত করা হয়েছে দুটি নতুন ট্রেন। বুড়িমারী থেকে বড়বাড়ি পর্যন্ত মহাসড়ককে করা হয়েছে সংস্কার।

প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ। পাকা করণ করা হয়েছে গ্রামের প্রতিটি কাঁচা রাস্তা। পাটগ্রাম সরকারী কলেজের অনার্স শাখা করা হয়েছে ৪ তলা বিশিষ্ট ভবন। পাটগ্রাম উপজেলা স্থাপন করা হয়েছে ফায়ার স্টেশন। পাটগ্রামে করা হয়েছে ৫০শয্যা বিশিষ্ট সরকারী আধুনিক মেডিকেল ভবন।

পাটগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং মিনি বাস টার্মিনাল নির্মাণ, পাটগ্রাম ধড়লা নদীর উপর সেতু নির্মান, ও নদীতে রাবার ড্রাম নির্মাণ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে আওয়ামীলীগ সরকার। যিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট লালমনিরহাট অনুন্নতের চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিল এবং উক্ত উন্নয়ন সমূহের প্রয়োজনীতা তুলে বৃহত্ত লালমনিরহাট পিছিয়ে পরা মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য জোর দাবী তুলেছিলেন। যার ফলস্রুতিতে আজকের দৃশ্যমান লালমনিরহাট। তিনি হচ্ছেন, লালমনিরহাট-১ আসনে উন্নয়নের সম্পূর্ণ ভুমিকা পালণ করেছেন জননেতা, চলতি বছর ২০১৮ থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

বুড়িমারী থেকে লালমনিরহাট মহাসড়ক রিপেয়ারিংকরণ ও বাইপাস রোডের কাঁচা রাস্তা পাকাকরণ। পাটগ্রামের বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। দূর্যোগ ও বন্যা কবলিত এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও তাদের মাঝে ত্রাণ, ঢেউটিন বিতরণ। এবং ধরলা নদীর উপর ব্রীজ নির্মাণ। জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সচেতনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করেন এই আওয়ামীলীগ সরকার।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights