আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ নরওয়ের

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ০৭:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@০৭:১৩ অপরাহ্ণ
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ নরওয়ের

।।কূটনৈতিক প্রতিবেদক।।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে নরওয়ে। জলবায়ু বিনিয়োগ তহবিলের অধীনে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে এমন আগ্রহ প্রকাশ করেছে দেশটি। নরওয়ে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যারলিং রিমেস্টাড মঙ্গলবার এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অসলো ফোরামের সাইড লাইন বৈঠকে মঙ্গলবার বাংলাদেশ ও নরওয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাহাজ পুনর্ব্যবহার, ব্লু ইকোনমিতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন গুরুত্ব পেয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী গত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা এবং আর্থিক খাতে নরফান্ডের বিনিয়োগের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের প্রতি নরওয়ের মানবিক সহায়তা এবং নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রতি রাজনৈতিক সমর্থনেরও প্রশংসা করেন।

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যারলিং রিমেস্টাড বৈঠকে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights