আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে ৯৯৯-এ কল পেয়ে গেল পুলিশ , আটক ৫

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ০৮:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@০৮:২১ অপরাহ্ণ
নন্দীগ্রামে ৯৯৯-এ কল পেয়ে গেল পুলিশ  , আটক ৫

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে পোলট্রি মুরগি ব্যবসায়ীদের দুইপক্ষের মারামারির ঘটনার পর ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ৫জনকে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনমাথা বৌ-বাজার নামকস্থানে পোলট্রি মুরগি ব্যবসায়ীদের মারামারির ঘটনা ঘটে। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫জনকে আটক করে কুমিড়া পুলিশ।

তারা হলেন- বগুড়ার কাহালু উপজেলার ধানপুজা এলাকার ইদ্রিস আলীর ছেলে শামীম হাসান (৩৭), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হাসান (২২), শাজাহান আলীর ছেলে জিহাদ হাসান (২০), একই উপজেলার সিংড়াপাড়ার শামসুর রহমানের ছেলে রাকিবুল হোসেন (৩৫) এবং দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের এক পোলট্রি খামারীর কাছ থেকে মুরগি ক্রয় করার বিষয়ে দুই ব্যবসায়ীর মধ্যে কথাকাটাকাটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দাড়িয়াপুর তিনমাথা বৌ-বাজার এলাকায় দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মারপিট করে দেড়লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বরেন্দ্র পাকুরিয়াপাড়ার পোলট্রি মুরগি ব্যবসায়ী আব্দুর রহিমের মা তাহেরা বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। তবে ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করার সময় কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।

মামলার বিবরণে বলা হয়, ব্যবসায়ী রহিম বাঁশো গ্রামে মুরগি ক্রয় করতে গেলে একজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে ওই ব্যবসায়ী বাড়িতে ফেরার পথে মারপিটের শিকার হন এবং তার কাছ থেকে দেড়লাখ টাকা ছিনিয়ে নেয়।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মামলার ৫জন আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্তে সত্যতা জানা যাবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights