আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল ব্র্যান্ড রিয়াল মাদ্রিদ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৭ জুন ২০২৩ @ ০৭:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুন ২০২৩@০৭:৩৬ অপরাহ্ণ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল ব্র্যান্ড রিয়াল মাদ্রিদ

।।আন্তর্জাতিক ডেস্ক।।

ব্র্যান্ডমূল্য যাচাইয়ের গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল-৫০’ এর জরিপে ফুটবল ক্লাবগুলোর মধ্যে ব্র্যান্ডমূল্যে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষ স্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আবার একই প্রতিষ্ঠানের অন্য এক জরিপে অবশ্য রিয়ালকে কেউ সরাতে পারেনি। ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল ৫০-এর জরিপে এবারসহ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল ক্লাবের ব্র্যান্ড হিসেবে সিংহাসন ধরে রাখল মাদ্রিদের ক্লাবটি।

ব্র্যান্ড ফিন্যান্স বিশ্বের নেতৃত্বস্থানীয় ব্র্যান্ডের দাম জরিপকারী প্রতিষ্ঠান। ১৯৯৬সাল থেকে প্রতি বছর বিভিন্ন খাতে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের দাম ও শক্তি জরিপ করে আসছে ব্র্যান্ড ফিন্যান্স। প্রতি বছর এক শো’র বেশি জরিপ প্রতিবেদন প্রকাশ করে ব্র্যান্ড ফিন্যান্স। ফুটবল বাজারে বিনিয়োগ, অংশীদারদের ন্যায্যতা ও ব্যবসায়িক পারফরম্যান্স দেখে এই জরিপ করেছে ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল-৫০। ইউরোপ, ব্রাজিল, চীন ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০হাজার ফুটবলপ্রেমীর তথ্য এই জরিপে কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্র্যান্ডের শক্তি বলতে এখানে বোঝানো হয়েছে, সমর্থক, খেলোয়াড় ও স্পনসর প্রতিষ্ঠানগুলো ক্লাবের প্রতি কতটা আকর্ষণ বোধ করে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করা টাকা মুনাফাসহ তুলে নেওয়ার ব্যাপারে ক্লাবের ওপর কতটা ভরসা রাখেন, সেসবও দেখা হয় ব্র্যান্ডের শক্তি যাচাইয়ে। আর এই জরিপে আগের মতোই ৯৪.৮/১০০ (+০.৮) পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ব্র্যান্ড ফিন্যান্স জানিয়েছে- বিভিন্ন স্পনসর চুক্তির কারণে রিয়ালের ব্র্যান্ডমূল্য আগের মতোই শক্তিশালী আছে। এমিরেটসের সঙ্গে নতুন করে স্পনসর চুক্তি করেছে রিয়াল। জার্মানির অটোমোবাইল প্রতিষ্ঠান বিএমডব্লিউ এর অফিশিয়ালি পরিবহন চুক্তিও রয়েছে মাদ্রিদের ক্লাবটির।

শক্তিশালী ব্র্যান্ডের এই তালিকায় শীর্ষ ১০ এ ইংল্যান্ড থেকে জায়গা করে নিয়েছে ৬টি ক্লাব। ৯৩.৩পয়েন্ট নিয়ে রিয়ালের পরই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল। তৃতীয় বার্সেলোনা পেয়েছে ৯২.৬পয়েন্ট। শীর্ষ ১০ এ ইংল্যান্ডের ৬টি, স্পেনের ২টি এবং জার্মানি ও ইতালি থেকে একটি করে ক্লাব জায়গা দখল করে নিয়েছে। ফ্রান্সের লিগ আঁ থেকে পিএসজি শীর্ষ ১০ এ জায়গা করে নিতে পারেনি।

নিডে/কেএইচ/০৭০৬২৩/১৯:৩৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights