।।মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা। আজ সোমবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ-সিরাজদিখান যাতায়াতের বেতকা চৌরাস্তায় এ অবরোধ ও বিক্ষোভ করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা জানান- মুন্সীগঞ্জ সদরে যাওয়ার সময় সিপাহীপাড়া, মুক্তারপুর পেট্রোল পাম্প ও সুপার মার্কেটের সামনে গেলে দেড় হাজার থেকে ৩২০০টাকা পর্যন্ত জরিমানা নিয়ে থাকে ট্রাফিক পুলিশ। এ ছাড়াও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কতৃক তাদেরকে হয়রানি করা হয়।
পরে অবরোধের খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি সহ হয়রানি বন্ধের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেয়। এতে সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়।