আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প

গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প

।।আন্তর্জাতিক প্রতিবেদক।।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন নথির মামলায় অভিযুক্ত হয়েছেন। হোয়াইট হাউজ ত্যাগ করার পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির অপব্যবহার ও গোপন করার অপরাধে এই অভিযোগ গঠন করা হয়।

শুক্রবার (৯জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি।

ট্রাম্পের মামলার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬বছর বয়সী ট্রাম্প গোপন নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে মার্কিন মিডিয়া সংস্থাগুলো জানিয়েছে। তবে অভিযোগের বিশদ বিবরণ এখনো অস্পষ্ট। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হতে যাচ্ছে। এখন শুধু অপেক্ষা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে লেখেন- তাকে আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে বলা হয়েছে। সেখানে তাকে গ্রেফতার করা হতে পারে। ট্রাম্প আরো লিখেন- আমি আগে কোনো দিনই ভাবিনি, সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। আমাদের দেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এ পোস্টে তিনি একসাথে আমরা আমেরিকাকে আবারো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।

সম্প্রতি এক নারী কলামিস্টকে যৌন হেনস্থার দায়ে ডোনাল্ড ট্রাম্পকে ৫০লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্থা ও মানহানির প্রমাণ মেলে। আর তাতেই ট্রাম্পের ৫০লক্ষ ডলার জরিমানা হয়। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হলেন ট্রাম্প।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights