আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

স্পিকার ও এমপি পদত্যাগ করলেন তবু পরকীয়া ছাড়লেন না

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ০৪:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@০৪:১৪ অপরাহ্ণ
স্পিকার ও এমপি পদত্যাগ করলেন তবু পরকীয়া ছাড়লেন না

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সিঙ্গাপুরের বিবাহিত নারী স্পিকারের সঙ্গে অবিবাহিত পুরুষ পার্লামেন্ট মেম্বারের অসম প্রেমের সম্পর্ক দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। দেশটির প্রধানমন্ত্রী তাদের সতর্ক করলেও ঠেকাতে পারেননি এই অসম প্রেম। পরে প্রেমের সম্পর্ক স্বীকার করে নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের স্পিকার তান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। খবর স্ট্রেইটস টাইমস এর।

সোমবার (১৭ জুলাই) রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং। তিনি বলেন- সোমবার তারা দু’জনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।

জানা গেছে- সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ৫৪ বছর বয়সী তান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের মা। তিনি এবং এমপি ৪৭ বছর বয়সী চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) উচ্চ পর্যায়ের সদস্য। ২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্টতা শুরু।

কিন্তু দলের পক্ষ থেকে তাদেরকে এর আগে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল। যেহেতু তান চুয়ান জিন বিবাহিত, তাই তাদের ঘনিষ্টতা দলের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই তারা যেন নিজেদের সম্পর্ককে আর বাড়তে না দেন। তান চুয়ান জিন এবং চেন লি হুই দলের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্ত সেই সময় মেনে নিলেও পরে সেখান থেকে সরে আসেন। সম্প্রতি পিএপির ভেতরে তাদের দুই জনের সম্পর্ক নিয়ে পিএপির বিরুদ্ধে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights