আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৮ মে ২০২৩ @ ০৫:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ মে ২০২৩@০৫:০৭ অপরাহ্ণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  আগুন
  • সোমবার (৮ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়।
    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে, এমন ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
    এ বিষয়ে হাসপাতালের তৃতীয় তলার কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আবুল বাশার সিকদার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় কেবিন ব্লকের ৩১০ নাম্বার রুমের নার্সদের ড্রেস চেঞ্জিং রুমে সামান্য আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক স্যারের নির্দেশনায় ওয়ার্ডে ভর্তি সব রোগীকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলেছেন হাসপাতালের কর্মচারীরা।
    এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, হাসপাতালের মাইকে রোগীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগুন ফায়ার সার্ভিস আসার আগেই হাসপাতালের কর্মচারীরা নিভিয়ে ফেলেছেন।
    তিনি আরও বলেন, হাসপাতালের বিভিন্ন কক্ষে যেখানে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে রান্না করা হয় সেগুলো না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যারা ধূমপান করেন তাদের হাসপাতালের কম্পাউন্ডের বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ জানানো হয়েছে। এর আগেও সিগারেটের আগুন থেকে আগুন লেগেছিল।
নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights