আজ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ১২:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@১২:৩৬ অপরাহ্ণ
৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন উইকেট হাতে নিয়ে ৩০১ রানে এগিয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ।

সাত রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রান করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।

তৃতীয় দিন শেষে তিন উইকেটে ২১২ রান করেছিলো বাংলাদেশ। সাত উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিলো টাইগাররা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে ব্যক্তিগত ১০৫ রানে আউট হন শান্ত। ১৯৮ বল মোকাবেলায় ১০টি বাউন্ডারি মারেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে ৭টি চারে ৬৭ রানে থামেন মুশফিক। এছাড়া অভিষেক টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন ১৮ ও উইকেটরক্ষক নুরুল হাসান ১০ রানে আউট হন।

মেহেদি হাসান মিরাজ ৩২ ও নাইম হাসান ৩ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ১৩৭ রানে ২টি উইকেট নেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights