আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে গোপন বৈঠকে গোয়েন্দা প্রধানরা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ১২:২৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@১২:২৬ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরে গোপন বৈঠকে গোয়েন্দা প্রধানরা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বিশ্বের বড় বড় অন্তত দুই ডজন গোয়েন্দা সংস্থার প্রধানেরা সিঙ্গাপুরে গোপন বৈঠক করেছেন। শুক্রবার (২ জুন) অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগের ফাঁকে বৈঠকে বসেন তারা। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের গোয়েন্দা প্রধানসহ বিশ্বের প্রায় ২০টিরও অধিক দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি সম্পর্কে ওয়াকিবহাল পাঁচ জনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সিঙ্গাপুর সরকার বেশ কয়েক বছর ধরেই এই বৈঠকের আয়োজন করে আসছে। নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি একটি আলাদা স্থানে এই বৈঠক হয়ে থাকে। তবে আগে এ বৈঠকের কথা কখনো শোনা যায়নি।

গোপন ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। উপস্থিত ছিলেন চীনের গোয়েন্দা প্রধান চেন ইক্সিন। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েলও শামিল ছিলেন সেখানে।

বৈঠক সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর পরিসরের ভিত্তিতে একে অপরের উদ্দেশ্য ও প্রধান প্রধান বিষয়গুলো গভীরভাবে বোঝার জন্যই এ বৈঠক করা হয়। আনুষ্ঠানিক বা কূটনৈতিক কাজ কঠিন হয়ে উঠলে পরস্পরের সঙ্গে আলোচনার রীতি রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর।

তবে সিঙ্গাপুরে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কাছে বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। এছাড়া এ বিষয়ে জানতে যোগাযোগ করেও চীন ও ভারতের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights