আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

করের কারণে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হবে-জিএম কাদের

করের কারণে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হবে-জিএম কাদের
ছবি- ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেটের সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফ-এর পরামর্শে যেভাবে ট্যাক্স ধরা হয়েছে, তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হয়ে উঠবে। এই বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দরিদ্রের সংখ্যা আরও বাড়বে। আমরা আশা করছি, মানুষের ক্ষতি যেন কম হয়।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উত্তরার বিসিক মিলনায়তনে ‘উত্তরা কালচারাল সোসাইটি’র ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেরিফা কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, চাপিয়ে দিয়ে এই বাজেট বাস্তবায়ন করা যাবে না। কারণ সম্পূর্ণ ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন হয় না। মানুষের গলায় রশি লাগিয়ে সরকার বাজেট অনুযায়ী ট্যাক্স আদায় করতে পারবে না। রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণ পাওয়াও সহজ হবে না। আর দেশি ব্যাংকগুলো এখনই ঋণ দিতে পারছে না। সরকারকে টাকা ছাপিয়ে টাকার সংকুলান করতে হচ্ছে।

জাতীয় সংসদে ‘সার্কাস চলছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘সংসদে গণমানুষের কথা বলা যায় না। গণমানুষের কথা বললে অবান্তর মনে করা হয়। এমন বাস্তবতা থেকে দেশকে মুক্ত করতে হবে।
আলোচনায় অংশ নেন আইটিআই বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দেব প্রসাদ দেবনাথ, উত্তরা কালচারাল সোসাইটির উপদেষ্টা প্রকৌশলী মো. ইউনুস আলী এবং সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং। পরে উত্তরা কালচারাল সোসাইটি এবং রাঙামাটির জুম কালচারাল সোসাইটির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এসআর/তারিখ:০২০৬২৩/২১:০৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights