আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০৫:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৫:০৪ অপরাহ্ণ
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল

।।রংপুর ব্যুরো।।

দেশের প্রায় সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে নৌকার প্রার্থীদের জয়ের ব্যাপারে এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে একাধিক প্রার্থী অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক তবে একাধিক রাজনৈতিক দল তারাও তাদের প্রার্থী দিবে এতে করে একটি প্রতিদ্বন্দীতামূলক অংশগ্রহণমূলক সুষ্ট নির্বাচন হবে যেখানে জনগণ তাদের কাংখিত এবং পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে আর জনগণ যেনো তাদের ভোটটা শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে দিতে পারে। কারণ যত বেশিই প্রার্থী হোক তাতে কোনো সমস্যা হবেনা বরং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য । শেষ দিনে এসে মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের সাথে নিয়ে রংপুর ৬ পীরগঞ্জ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় সংসদের স্পিকার এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। রংপুর ৬ আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, কল্যাণ পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights