নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বর্তমান যুগে আমরা গুণগত শিক্ষার জন্য লড়াই করছি। দক্ষতা অর্জনের জন্য লড়াই করছি। আধুনিক যুগের সাথে তাল মেলাতে তাই শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করবে। এই দক্ষতা অর্জনের পাশাপাশি যাদের টাকায় আমরা পড়াশোনা করেছি সে সাধারণ মানুষদের ভুলে যাওয়া যাবে না।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, যদি ভুলে যাও তবে মনুষ্যত্ব বলে শব্দটি অভিধানে থাকবে না। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে যেমন গুরুত্ব দেই, গবেষণাকে গুরুত্ব দেই, উন্নয়নকে যেমন গুরুত্ব দেই ঠিক তেমনি আমরা গুরুত্ব দেই মনুষ্যত্বকে, মানবিকতাকে, মানুষের পাশে দাঁড়ানোকে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শিক্ষা বিভাগের প্রধান লে. কর্ণেল (অব.) সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সারাদেশ থেকে ২ হাজার ৫৭০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করবে।