আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাই-বোনের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৭ ডিসেম্বর ২০২৩ @ ১১:১১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ ডিসেম্বর ২০২৩@১১:১১ পূর্বাহ্ণ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাই-বোনের

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আট বছর বয়সি আব্দুর রহমান ও ছয় বছর বয়সি সাবা। তারা সর্ম্পকে ভাই-বোন। মালুমঘাট এলাকার বাসিন্দা তারা।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় আব্দুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে। তারা রাস্তা পার হচ্ছিল নাকি রাস্তার পাশে ছিল তা জানা যায়নি। দুর্ঘটনার পর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। যার কারণে ঘণ্টাখানেক যানজট লেগেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাসচালককে আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাস চাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে নিকটস্থ মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights