আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী সদর উপজেলার ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাককে উদ্যোগে পাঁচ প্রকারের খেলনা উপকরণ বিতরণ করা হয়েছে শিশুদের মাঝে।
সোমবার (২০ নভেম্বর) সদর উপজেলা নগর দারোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলনা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসান।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, মনিটরিং অফিসার আ ক ম রোকনুজ্জামান, শিশু বিকাশ কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায় ও আলী মো. আবু কালাম উপস্থিত ছিলেন।
খেলনা সামগ্রীর মধ্যে রয়েছে রকিং স্লাইডার, উইনার হর্স, ডিয়ার রাইডার, রকার ডলফি ও রকার এলিফ্যান্ট।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম জানান, জেলা সদরে ১৮টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে। এসব বিদ্যালয়ে ২৫জন করে শিশু শিক্ষার্থী রয়েছে। ২০২৪ সালের জানুয়ারীতে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকে ভর্তি হবে। এজন্য ব্র্যাকের পক্ষ্য থেকে ১৮টি বিদ্যালয়ে খেলনা উপকরণ দিয়েছি যাতে শিশুরা শিক্ষা সহায়ক পরিবেশ পেতে পারে।